
নাজমুল হক:
কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে পরিচালিত অবৈধ মেডিকেল টেকনোলজী কোর্স বন্ধ করাসহ ১০ দফা দাবীতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশনের জেলা শাখার মানববন্ধন ও কর্মবিরতি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মবিরতি পালন ও মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সদর হাসপাতালের রেডিও টেকনোলোজিস্ট আব্দুল হালিম। এ সময় বক্তব্য রাখেন সদর হাসপাতালের মেডিকেল টেকনোলোজিষ্ট প্যাথলজি রবীন্দ্রনাথ ঘোষ, ফার্মাসিস্ট কামরুজ্জামান, মেডিকেল কলেজের ফার্মাসিস্ট গোলাম হোসেন, ডেন্টালের শাহ আলম, নারদ চন্দ্র, মাসুদ রেজা, আশরাফুল ইসলাম, সিরাজুল ইসলাম, দীফংকর কুমার, শরীফ প্রমুখ। বক্তারা বলেন, মেডিকেল টেকনোলোজিষ্টদের পদে পদে অবহেলা করা হয়। বর্তমানে ১১ গ্রেডে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। এটা পদের সাথে শোভা পায় না। তারা ১০ গ্রেডে নিয়োগ দেওয়ার দাবী জানিয়ে বলেন, সকল ডিপ্লোমা মেডিকেল টেকনোলোজিস্টদর চাকরির ক্ষেত্রে আরো সুযোগ সুবিধে বাড়াতে হবে।