
আব্দুর রহমান :
‘ঘুচবে বেকারত্ব। একটি প্রশিক্ষণ, একটি কর্ম।’ শীর্ষক ইনোভেশন প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হবে। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের আয়োজনে আজ ১০ মার্চ ২০১৬ দুপুর ১১ টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের প্রথম ব্যাচের শুভ উদ্বোধন করবেন নবাগত জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। প্রথম ব্যাচের এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ২১ জন প্রশিক্ষণার্থী অংশ নেবে।