
আব্দুর রহমান :
ওয়াল্টন জেলা প্রশাসক কাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। সাতক্ষীরা স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর ২৪ নভেম্বর পর্যন্ত ফুটবলের মহাযঞ্জ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্ণামেন্টের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
১৪ নভেম্বর বিকাল আড়াইটায় সাতক্ষীরা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাতক্ষীরা স্টেডিয়ামে এই টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা দল নিয়ে মোট ৮টি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করবে।
দলগুলো হচ্ছে :
————–
সাতক্ষীরা সদর, আশাশুনি, কালিগঞ্জ , কলারোয়া, তালা, দেবহাটা, শ্যামনগর ও সাতক্ষীরা পৌরসভা। ইতিমধ্যে প্রতিটি উপজেলা দল গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। খেলায় জাতীয় দলের খেলোয়াড়, আবাহনী, মহামেডান, শেখ জামার- ধানমন্ডী, শেখ রাসেল ক্লাব, মুক্তিযোদ্ধা ক্লাব, ব্রাদাস ইউনিয়ন ক্লাবসহ বাংলাদেশের অনেক বিদেশী খেলোয়াড়রা বিভিন্ন দলের হয়ে খেলবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, ওয়াল্টন সাতক্ষীরা প্রথম শাখার ম্যানেজার মোঃ সুমন মিয়া, ২য় শাখার ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, একুশে টিভির মনিরুল ইসলাম মিনি, এসএ টিভি ও রাইজিং বিডি’র জেলা প্রতিনিধি এম. শাহীন গোলদার, সময় টিভির জেলা প্রতিনিধি মততাজ আহমেদ বাপ্পী, বাংলা ভিশনের আসাদুজ্জামান, রুহুল কুদ্দুস, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি আহম্মাদ আলী সরদার, শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, আ.ম আক্তারুজ্জামান মুকুল, খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।