
আব্দুর রহমান :
১৫ আগস্ট ও ২১ আগস্ট সকল শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগ কার্যালয়ে এ আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হুসাইন সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সয়ীদ, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সিনিয়র সহ সভাপতি শেখ হারুন উর রশীদ প্রমুখ। এসময় আরো বক্তব্য জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, যুবলীগ নেতা শেখ আলমগীর হাসান আলম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জাবিব হাসান জনি, মারুফ হাসান রিকু, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান ইমন, শহর ছাত্রলীগের সভাপতি রাতুল, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান নয়ন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আনিছুর রহমান আনিস, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠুন ব্যানার্জী, সাধারণ সম্পাদক আবু তাহের রাজু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহবায়ক শেখ রাশিদুজ্জামান রাশি।
##
২১ আগস্ট স্মরণে জেলা যুব মহিলালীগের আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এবং ইতিহাসের বর্বর-নির্মম-নিষ্ঠুরতমভাবে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভী রহমানসহ ২৪জন নেতা কর্মীকে হত্যা করা হয়। এ উপলক্ষে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় যুব মহিলালীগ জেলা শাখার আয়োজনে ও পৌর আওয়ামীলীগের সহযোগীতায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ছাবিহা হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সয়ীদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন কালু, কামরুল হক চঞ্চল, নারায়ন বাবু, রেজাউল ইসলাম, মোহাম্মাদ হাসান, আব্দুল মাজেদ খান, আসগর আলী, যুব মহিলালীগের নেত্রী মনোয়ারা বেগম, মেহেরবান, কেয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কামরুল ইসলাম।