
অনলাইন ডেস্ক ::
নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস–বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মৃতদেহ সোমবার দেশে আনা হচ্ছে।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ ওই মরদেহগুলো বহন করে সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলায় ‘বঙ্গবন্ধু’ বিমান ঘাঁটিতে অবতরণ করবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী এ তথ্য জানিযেছেন।
এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আফিফও নেপালের ইউনিভারসিটি টিচিং হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
তিনি জানান, সোমবার সকাল ৬টায় মরদেহের জানাজা হবে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। তারপর বিমান বাহিনীর উড়োজাহাজে করে লাশ দেশে পাঠানো হবে।
গত ১২ মার্চ দুপুরে ঢাকা থেকে যাত্রা করা ইউএস-বাংলার উড়োজাহাজটি কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ২২ জন নেপালি এবং একজন চীনের নাগরিক রয়েছেন। নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের সংখ্যা দিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
হতাহত ৩৬ বাংলাদেশির মধ্যে ১৭ জনের মরদেহ শনিবার শনাক্ত সম্ভব হয়। এরপর রাতে নেপালে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি তালিকা দেওয়া হয়।
দূতাবাসের পক্ষ থেকে শনাক্ত হওয়া যে কয়জনের নাম দেওয়া হয়েছে তারা হলেন- তানভিন তাহিরা শশী, মো. রাকিবুল হাসান, মো. রফিকুজ্জামান, আকতারা বেগম, মো. হাসান ইমাম, তামারা প্রিয়ন্ময়ী, বিলকিস আরা, এস এম মাহমুদুর রহমান, পাইলট আবিদ সুলতান, কো পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল আহমেদ, সানজিদা হক বিপাশা, নুরুজ্জামান এবং শিশু অনিরুদ্ধ জামান ও তামারা প্রিয়ন্ময়ী।
ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় প্রাণে বেঁচে যান ১০ বাংলাদেশি। এদের মধ্যে আহত রিজওয়ানুল হককে বুধবার সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
ঢাকার স্কুল শিক্ষক শাহরিন আহমেদকে বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরিয়ে আনা হয়।
আর শুক্রবার দেশে ফেরেন মেহেদী হাসান, তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা ও মেহেদীর ফুপাত ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি। শনিবার বিকেলে দেশে ফিরিয়ে আনা হয় আহত রাশেদ রুবায়েতকে।
সর্বশেষ শাহীন ব্যাপারী নামের আরেক আহত যাত্রী রোববার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের পথে রওনা হয়েছেন। কবির হোসনকে নামের আরেকজনকে দেশে পাঠানো হবে সোমবার।