
অনলাইন ডেস্ক ::
একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী পদে কর্মরত ২৩৮ জনের চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে আত্মীকরণসহ (অন্তর্ভুক্তি) স্থায়ীকরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রুলের চুড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রমজান আলী সিকদার, ব্যারিস্টার আবুল কালাম আজাদ ও ব্যারিস্টার জহির উদ্দিন বাবর।
পরে জহির উদ্দিন বাবর সাংবাদিকদের বলেন, ২০০৯ সালে একটি বাড়ি একটি খামার প্রকল্প শুরু হয়। এরপর পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ অনুযায়ী প্রকল্পটি ২০১৬ সালের ৩০ জুন শেষ হয় এবং ২০১৬ সালের ১ জুলাই উক্ত প্রকল্পের সব জনবলের চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তর ও স্থায়ীকরণ করা হয়। কিন্তু পরবর্তীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পটি ২০২০ সাল পর্যন্ত বর্ধিত করা হয় এবং প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের পুনরায় সেই প্রকল্পে যোগদান করতে বলা হয়।
তিনি জানান, এরপর থেকে একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা উভয় প্রতিষ্ঠানের অধীনে দীর্ঘদিন ধরে সেবা প্রদান করেন। কিন্তু এর মধ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্পে কর্মরত ২৩৮ জন মাঠ সহকারী উভয় প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও তাদের চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকের অধীন স্থায়ীকরণ না হওয়ায় এবং এর অধীনে বেতন-ভাতা সুবিধা না পাওয়ায়, তারা হাইকোর্টে রিট দায়ের করেন।
ওই রিটের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি কর্মরত ২৩৮ জন মাঠ সহকারীর চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকের অধীনে অন্তর্ভুক্তি ও স্থায়ীকরণের বিষয়ে রুল জারি করেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত ২৩৮ জনের চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকের অধীনে অন্তর্ভুক্তি ও স্থায়ীকরণের নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেন।