
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) দু’দিনের সফরে নাটোর আসছেন।
তিনি রোববার (১৬ আগস্ট) ও সোমবার (১৭ আগস্ট) নাটোরে অবস্থান করবেন।
নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রধান বিচারপতি বিভিন্ন আদালতে বিচার কার্যক্রম পরিদর্শন করবেন।
সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জানান, প্রধান বিচারপতিকে স্বাগত জানাতে নাটোর বারের আইনজীবীরা প্রস্তুত। সব আইনজীবীকে যথাযথ পোশাকে সকাল সাড়ে নয়টার মধ্যে আদালতে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
সূত্র : বাংলা নিউজ