
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে “৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ” এর সাতক্ষীরা ভেন্যুর ৩য় দিনের খেলা রংপুর জেলা বনাম মানিকগঞ্জ জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ২১৮ রান করে। দলের রাব্বি ৬৮, সোহান ৫৩ রান করে, প্রতিপক্ষের আশরাফুল ৩ টি উইকেট লাভ করে। জবাবে রংপুর জেলা ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ৬টি উইকেট হারিয়ে ২১৯ রান করে। দলের আবির ৯১, স্বপন ৪৮ রান করে । ফলে রংপুর জেলা ৪উইকেটে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন বিসিবি কর্তৃক প্রদত্ত আম্পয়ার শাহ আলম ও মফলুক-উ-দ্দৌজা, স্কোরার ছিলেন সফিউল ইসলাম।
আগামী ২১/০৪/২০১৭ তারিখ ঝালকাঠি বনাম পাবনা জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তি