
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে “৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ” এর সাতক্ষীরা ভেন্যুর ৪র্থ দিনের খেলা পাবনা জেলা বনাম ঝালকাঠি জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১৮৫ রান করে। দলের সোহাগ ৯০ ও রাব্বী ৩৩ রান করে, প্রতিপক্ষের সুবজ ও বাবু ২ টি করে উইকেট লাভ করে। জবাবে পাবনা জেলা ব্যাট করতে নেমে ৩৭.৪ ওভারে ২টি উইকেট হারিয়ে ১৮৮ রান করে। দলের নাইম ৭৩ ও ইমরান ৪৩ করে । ফলে পাবনা জেলা ৮ উইকেটে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন বিসিবি কর্তৃক প্রদত্ত আম্পয়ার শাহ আলম ও ইদ্রিস আলী বাবু, স্কোরার ছিলেন সফিউল ইসলাম।
আগামী ২২/০৪/২০১৭ তারিখ ঝালকাঠি বনাম রংপুর জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
প্রেস রিলিজ