
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে “৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ” এর সাতক্ষীরা ভেন্যুর ৫ম দিনের খেলা রংপুর জেলা বনাম ঝালকাঠি জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। রংপুর জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান করে। দলের ফরহাদ ৬৮ ও সালমান ২১ রান করে, প্রতিপক্ষের মুন্না ৪টি ও তাসরিফ ৩ টি করে উইকেট লাভ করে। জবাবে ঝালকাঠি জেলা ব্যাট করতে নেমে ৪০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করে। দলের ওলি ৩৪ ও রাব্বি ২৬ রান করে, প্রতিপক্ষের রাজিবুর, স্বপন ও নজরুল ২টি করে উইকেট লাভ করে। ফলে রংপুর জেলা ২৫ রানে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন বিসিবি কর্তৃক প্রদত্ত আম্পয়ার শাহ আলম ও শাহ আলম হাসান শানু, স্কোরার ছিলেন কাজী মোঃ ফরহাদ।
আগামী ২৩/০৪/২০১৭ তারিখ মানিকগঞ্জ বনাম পাবনা জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
প্রেস রিলিজ