
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জহুর আহম্মেদ চৌধূরী স্টেডিয়ামে “৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ” এর খেলায় সাতক্ষীরা জেলা বনাম নরসিংদি জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। নরসিংদি জেলা ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান করে। সাতক্ষীরার লিটু ও আরিফ ৩টি করে ও নির্জন ২টি উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ৩৬.৪ ওভারে ৪টি উইকেট হারিয়ে ১৬৮ রান করে। দলের তারিকুজ্জামান অপরাজিত ৭৮ ও অর্ক ৪৫ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৬ উইকেটে জয়লাভ করে। সাথে সাথে সাতক্ষীরা জেলা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টীম ম্যানেজার হিসাবে শেখ রফিকুর রহমান লাল্টু ও প্রশিক্ষক হিসাবে মুফাচ্ছিনুল ইসলাম তপু দলের সাথে উপস্থিত আছেন। সাতক্ষীরা জেলা দলের এই জয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক দলকে অভিনন্দন জানান।
####
৩৭ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ খেলায় পাবনা জেলা ৫ উইকেটে জয়ী
—————————————————————————————
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে “৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ” এর সাতক্ষীরা ভেন্যুর ৬ষ্ঠ দিনের খেলা পাবনা জেলা বনাম মানিকগঞ্জ জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। পাবনা জেলা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। মানিকগঞ্জ জেলা ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ২৩৫ রান করে। দলের ফজলে রাব্বি ১০১, অর্পন ৩৪ রান করে, প্রতিপক্ষের সামির ২টি উইকেট লাভ করে। জবাবে পাবনা জেলা ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ৫টি উইকেট হারিয়ে ২৩৭ রান করে। দলের রফিক ৭২ ও তৌহিদ ৮১ রান করে, প্রতিপক্ষের ইসান ৪টি উইকেট লাভ করে। ফলে পাবনা জেলা ৫ উইকেটে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন বিসিবি কর্তৃক প্রদত্ত আম্পয়ার শাহ আলম ও মফলুক-উ-দ্দৌজা, স্কোরার ছিলেন আব্দুস সামাদ।
প্রেস রিলিজ