
এম কামরুজ্জামান :
সাতক্ষীরার সাধারন জনগনের পকেট কেটে ৪৫ কোটি টাকা হাতিয়ে নেয়া আরডিপি ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টকে নতুন করে সংগঠিত করতে বৈঠক করার অভিযোগে জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে সংস্থার প্রধানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরস্থ টাইগার প্লাস হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সবাই জামায়াতের নেতা-কর্মী বলে জানা গেছে। তারা হলেন,সংস্থার প্রধান নারায়নগঞ্জ জেলার বন্দর থানার মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুর রাজ্জাক (৫০),সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক জুলকার নাঈন ও সদর উপজেলার আগরদাড়ী গ্রামের জিয়াদ আলী সরদারের ছেলে হাফিজুর রহমান।
সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদ শেখ জানান,জেলার ২০ হাজার গ্রাহকের নিকট থেকে ৪৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সংস্থাটি। লাখ প্রতি দু’হাজার পাঁচশত টাকা মুনাফা দেয়ার লোভ দেখিয়ে তারা গ্রাহকদের নিকট থেকে এ টাকা সংগ্রহ করে। পরে বিনিয়োগের বিপরীতে মুনাফার মাসিক কিস্তি ও মুল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় গত মাসের ১৩ তারিখে সাতক্ষীরার অফিস ঘেরাও করেন গ্রাহকরা । তাদের সাথে প্রতারনার অভিযোগে সেসময় পুলিশ সাতক্ষীরা অফিসের চারজনকে আটক করে অফিসে তালা ঝুলিয়ে দেয়। শুক্রবার সকালে তারা সংবাদ পান,সংস্থাপ্রধানসহ তিনজন হোটেলে অবস্থান করে সংস্থাটি নতুন করে চালুর পরিকল্পনা করে বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।