৫২ বসন্ত পেরিয়ে আমির খান


614 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
৫২ বসন্ত পেরিয়ে আমির খান
মার্চ ১৪, ২০১৮ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
বলিউডের মি. পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের আজ জন্মদিন। বুধবার ৫৩ বছরে পা দিয়েছেন আমির।

গত তিন দশক ধরে বলিউড মাতিয়ে রাখার কাজটি করে যাচ্ছেন সদর্পে! যে কোনো চরিত্রে মানানসই এই অভিনেতা তার অভিনয় দক্ষতার জন্য বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ উপাধীটিও অর্জন করে নিয়েছেন।

১৯৬৫ সালের এই দিনে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আমির খান। আমির খানের পুরো নাম মোহাম্মদ আমির হোসেইন খান। ১৯৭৩ সালে ‘ইয়াদো কি বারাত’ নামের সিনেমাতে প্রথম শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি।

এরপর ১৯৮৮ সালে ‘ক্যায়ামাত সে ক্যায়ামাত তাক’ সিনেমাতে প্রথম হিরো হিসেবে অভিনয় করেন। তারপর একে একে হিট সিনেমা উপহার এবং নিপুণ অভিনয়ের গুণে তিনি শুধু বলিউডই নয়, বলিউডের বাইরেও সকলের কাছে হয়ে উঠেছেন মিস্টার পারফেকশনিস্ট।