
অনলাইন ডেস্ক ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন ৫৩ দশমিক ৫ শতাংশ তরুণ। এছাড়া ৫১ দশমিক ৩ শতাংশ তরুণ বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চায়।
‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন ভোটারদের ভাবনা’ শীর্ষক এক গবেষণা জরিপে এমন তথ্য উঠে এসেছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপের তথ্য প্রকাশ করা হয়।
গবেষণা ও কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান ‘কলরেডি’ এই জরিপ পরিচালনা করে।
কলরেডির গবেষক আবুল হাসনাত মিল্টন জানান, রাজধানীর ১০টি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১২ জেলার মোট ২১টি বিশ্ববিদ্যালয়ে এ জরিপ পরিচালনা করা হয়। এসব বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১৮৬ জন শিক্ষার্থী জরিপ কার্যক্রমে অংশগ্রহণ করেন, যাদের সবাই তরুণ ভোটার।
জরিপে উঠে আসা তথ্য অনুযায়ী, তরুণ ভোটারদের ৬৮ দশমিক ৩ শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডে সন্তুষ্ট। অন্যদিকে বর্তমান সরকারের দুর্নীতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে জরিপে অংশগ্রহণ করা ১৪ দশমিক ৮ শতাংশ তরুণ।
জরিপে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন নিয়েও তরুণদের মতামত উঠে এসেছে। তথ্য অনুযায়ী, জরিপে অংগ্রহণকারী তরুণদের ২ দশমিক ৫ শতাংশ নিরাপদ সড়ক নিয়ে এবং ২ দশমিক ৮ শতাংশ কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের প্রতি অসন্তুষ্ট।
সংবাদ সম্মেলনে মিল্টন জানান, জরিপে অংশগ্রহণকারী তরুণদের বড় একটা অংশ মোবাইল ফোনের কলরেট ও ইন্টারনেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তরুণ প্রজন্ম দেশের উন্নয়ন চায়। তারা দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ প্রত্যাশা করে। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার বদল হলেও দেশের উন্নয়ন কার্যক্রমগুলো যাতে বন্ধ না হয়, সেটাও চায় তরুণরা।