
শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া থেকে :
অবশেষে গতকাল রোহিঙ্গা বুঝায় ট্রলারে আশা শরণার্থীদের গ্রেপ্তার করেছে মালয়েশিয়া নৌবাহিনি ,
উত্তর আঞ্চলিক সামুদ্রিক পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রোজালী মোহাম্মদ সাঈদ বলেন
১৯জন পুরুষ, ১৭ জন মহিলা ও ১২ শিশু রয়েছে।
নৌবাহিনী পুলিশ বাহিনী (পিপিএম), বেসামরিক ডিফেন্স ফোর্স এবং রয়েল মালয়েশিয়ায় নৌবাহিনী (আরএমএন) দ্বারা যৌথ অভিযানে পলাউ ন্যিওর সেতালিতে
গতকাল নৌকাটি পাওয়া যায়।
শরণার্থীদের খাবার, পানীয় ও ওষুধ সরবরাহের আগে তারা কুয়াল কেদা জেটে নৌকায় নিয়ে আসে এবং আরও কর্মের জন্য কেদা ইমিগ্রেশন বিভাগে হস্তান্তর করে।
এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মওদুদ সিরি শহীদান কাশিম বলেন, মালয়েশিয়ান নৌবাহিনী কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যাওয়ার আগে এটি থাইল্যান্ডের জল থেকে আন্দামান নদীর দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার কথা বলেছিল।
পরবর্তীতে, রাষ্ট্র ইমিগ্রেশন ডিরেক্টর জুহাইর জামালউদ্দিন বার্নামাকে জানান যে ডকুমেন্টেশন প্রক্রিয়া রাষ্ট্রীয় অভিবাসন সদর দফতরে করা হয়েছিল এবং বেলান্টিক ইমিগ্রেশন ডেপোতে পাঠানো হওয়ার আগে তাদেরকে স্বাস্থ্যের চেক দেওয়া হয়ে। সালে,
উল্লেখ্য ২০১৫ সালে 486 রোহিঙ্গা ও ৬৭২ বাংলাদেশী অবৈধ অভিবাসী বহন করI দুটি কাঠের নৌকা উদ্ধার করা হয় .