
ভয়েস অব সাতক্ষীরা ডেস্ক :
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে সত্ রাজনীতিবিদ এখনো আছে। তবে তারা দিন দিন কোণঠাসা হয়ে যাচ্ছেন। একসময় সংসদ সদস্যের মধ্যে ১৭ ভাগ ব্যবসায়ী ছিলেন, এখন তা ৫৯ ভাগ। রাজনীতিকে এখন অনেকে মুনাফার মাধ্যম হিসেবে দেখছেন। গতকাল কুমিল্লা ক্লাবে আয়োজিত বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন শীর্ষক মতবিনিময় সভায় ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন। তিনি বলেন, যারা শেয়ারবাজার কেলেঙ্কারি করেছেন তাদের চিহ্নিত করতে গবেষণা করতে হবে না, তারা প্রমাণিত। তবে তারা এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সামর্থ্য কর্তৃপক্ষের নেই। তাই বিষয়টি চাপা পড়ে আছে। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি আলী আকবর মাসুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আলী আশরাফ ভূইয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি কুমিল্লার সভাপতি অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, জমির উদ্দিন খান জম্পি, বদরুল হুদা জেনু ও বাকীন রাব্বী প্রমুখ।