
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
আগামী ৬ সেপ্টেম্বর রোববার খুলনা আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুর ১২টায় খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর দুটি জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন (কীল লেয়িং) করবেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক সরোয়ার হোসেন।
শিপইয়ার্ড সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ সেপ্টেম্বর খুলনা শিপইয়ার্ডে আসবেন। সেখানে তিনি নৌবাহিনীর জন্য দুটি জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এর আগে প্রধানমন্ত্রী মংলায় নির্মিত দুটি জাহাজের উদ্বোধন শেষে নৌবাহিনীতে সংযুক্ত (কমিশনিং) করবেন।
এর আগে ২০১৩ সালের ২৪ জানুয়ারি খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।