
ইব্রাহিম খলিল :
অবিলম্বে শিক্ষা আইন জাতীয় সংসদে পাশ, স্থায়ী শিক্ষা কমিশন গঠন, শিক্ষা খাতে জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষা নীতি ২০১০ বাস্তবায়নসহ ৮ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে আয়োজিত উক্ত মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন জাতীয় শিক্ষক কর্মচারি ফ্্রন্ট সাতক্ষীরা জেলা শাখা। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক এআরএম মোবাশ্বেরুল হক জ্যোতি, শিক্ষক নেতা হারুন-অর-রশীদ, নীল কন্ঠ সোম, খান আশরাফ আলী, রেজাউল করিম, পবিত্র মোহন দাশ, বখতিয়ার রহমান প্রমূখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।