
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
৯৫ বছর পর ৫৬ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের সন্ধান পাওয়া গেছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সসিকো উপকূলের অদূরে জাহাজটির খোঁজ মিলেছে।
দেশটির নেভি ও ন্যাশনাল ওসানিক অ্যাটমোসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) এক যৌথ বিবৃতিতে বুধবার বলা হয়, ‘ইউএসএস কোনেসটোগা’ শান্তিকালীন সময়ে নিখোঁজ হওয়া মার্কিন নৌবাহিনীর সর্বশেষ জাহাজ। এই টানা জাহাজটি ১৯২১ সালের ২৫ মার্চ সান ফ্রান্সিসকো থেকে হাওয়াইয়ের পার্ল হারবারে যাওয়ার পথে নিখোঁজ হয়।
ফারালন দ্বীপপুঞ্জের কাছে কর্মরত এনওএএ-এর একটি জরিপ দল ২০০৯ সালে ১৮৯ ফুট (৫৮ মাটির) গভীরে প্রাথমিকভাবে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। পরে গত অক্টোবরে ‘কোনেসটোগার’ ধ্বংসাবশেষটি আরও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়।
বিশেষজ্ঞদের ধারণা, ঝড়ের কবল থেকে বাঁচার জন্য নাবিকরা চেষ্টা করার সময় এটি ডুবে যায়।