​মালেশিয়ায় তামিলের দায়ের কোপে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশি জাফর


509 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
​মালেশিয়ায় তামিলের দায়ের কোপে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশি জাফর
মার্চ ৩০, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

শেখ সেকেন্দার আলী,মালয়েশিয়া ::
মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে তামিলের অত্যাচারে এক বাংলাদেশি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৫ মার্চ সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে রামদা দিয়ে কুপিয়ে মো: আবু জাফর গাজী (৪৪) এক বাংলাদেশিকে মারাত্মক জখম করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ মার্চ সকাল টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই তামিল ইন্ডিয়ান এলোপাতারি ভাবে রামদাদিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে স্থানিয় পুলিশ মালয়েশিয়ান তামিল সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত আবু জাফরকে ইপু সরকারী হাসপালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষে আবুজাফর এখন তার রুমে ত্ষত যন্ত্রনায় কাতরাচ্ছেন। ​
ঘটনার বর্ণনা দিয়ে শহিদুল প্রত্যক্ষদর্শিদের এই প্রতিবেদককে বলেন, গত ২৫ মার্চ জাফরসহ বেশ কয়েকজন বাংলাদেশি ড্রাইভার রাস্তার পাশে গাড়ি সাইড করে রেখেছিলেন। কিছুক্ষণ পর ওই ভারতীয় ব্যক্তি আরেকটি হাইস গাড়ি নিয়ে সেখানে হাজির হয়ে সবার সঙ্গে ঝগড়া বাধায়। এক পর্যায়ে জাফরের সাথে তর্কাতর্কি হয়। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করলেও কিছুক্ষণ পর ওই ভারতীয় হাতে একটি রামদা নিয়ে এসে জাফরকে উপর্যপুরি কোপাতে থাকে। জাফর তখন স্থানীয় একটি হোটেলে কুকারের (বাবুর্চি) সাথে কথা বলছিল। ধারালো রামদার কোপে জাফরের কানের নিচ থেকে গাল পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার পিঠে, হাতে সহ শরীরে বড় ধরনের জখম রয়েছে। প্রত্যক্ষদর্শিদের বরাত দিয়ে শহিদুল আরো জানান, ঘটনার সময় হোটেওে জাফরের সাথে আরো কয়েকজন বাংলাদেশিও ছিলেন। কিন্তু ভারতীয় ওই ব্যক্তির ভয়ার্ত চেহারায় তারা ভর্কে যান। জাফরকে মৃত ভেবে হামলাকারী রামদা উচিয়ে হোটেল থেকে বেরিয়ে বাসায় চলে যান। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত বুধবার তাকে ইপো শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মালয়েশিয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং প্রত্যক্ষদর্শিদের তথ্যমতে ঘাতক ওই ভারতীয় নাগরিকের বাসায় হানা দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে অস্বীকার করলেও জাফরকে কুপিয়ে হোটেল থেকে রামদা নিয়ে বেরিয়ে আসার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ায় তাকে পাকরাও করা হয়। শহিদুল জানান, ভারতীয় ওই ব্যক্তি মালয়েশিয়ায় গাড়ি চালায়। বেশির ভাগ সময়ই মদ্যপ অবস্থায় থাকে। এরআগেও বুহু বাংলাদেশীকে তুচ্ছ ঘটনায় মারধর করেছে।
২৮ মার্চ বুধবার এ ঘটনায় জড়িত একজন তামিলকে অটক করেছে স্থানিয় পুলিশ। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে শ্রম কউিন্সিলর মো: সায়েদুল ইসলাম জানান, খবর পাওয়ারপর দূতাবাসের এ্যাডভাইজার মি: সিলভা সার্বক্ষণিক ক্যামেরুন হাইল্যান্ডের পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং জড়িত একজনকে পুলিশ আটক করেছে।