
বিজয় মন্ডল, শ্যামনগর ::
শ্যামনগরে চলমান শৈত্য প্রবাহে প্রচন্ড শীত যখন গরিব অসহায় মানুষের হাড়ে কাপন তুলেছে তখনি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নিজস্ব তহবিল থেকে পাওয়া শীতবস্ত্র বাদঘাটা কিং ষ্টার ক্লাবের সভাপতি এম ডি গোলাম মোস্তফার নেতৃত্বে ক্লাবের সকল সদস্যদের নিয়ে শিতের রাত্রে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরন করেন। দুঃসময়ে পাশে পেয়ে সাধারন মানুষ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও বাদঘাটা কিং ষ্টার ক্লাবের সভাপতি এম ডি গোলাম মোস্তফা সহ ক্লাবের সকল সদস্য জন্য প্রানভরে দোয়া করেন।