
মোঃ আশিকুর রহমান :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ৩৫টি ইভেন্টের প্রতিযোগিতার চূড়ান্ত ফল প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। রোববার (২০ মে) মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। ৩৫টি ইভেন্টের ৪টি গ্রুপে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ৮৯ জন প্রথম স্থান অধিকার করেছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ)” নওয়াবেকী কলেজের একাদশ শ্রেণির পড়ুয়া রিপন কুমার মন্ডল শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরস্কারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান এর অনুমতি সাপেক্ষে নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদীর মাধ্যমে রিপন কুমার মন্ডল এর কাছে প্রদান করা হয়।