
বিজয় মন্ডল ::
শ্যামনগর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও নিম্নমানের খাবার পরিবেশন করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মোবাইল কোর্টে দুই হোটেল ও দুই মিষ্টান্ন ব্যবসায়ীকে জরিমানা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামরুজজামান।
এসময় প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন শ্যামনগর উপজেলায় মোটরযান অধ্যাদেশ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামরুজজামান। এসময় বেশ কিছু যানবাহনকে বিভিন্ন সমস্যায় জরিমানা করা হয়।
সেচ্ছাসেবক হিসেবে তার কাজে সহযোগিতা করেন নকিপুর সরকারি হরিচরন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউট দল ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্কাউট দল॥