
অনলাইন ডেস্ক ::
সম্প্রতি কক্সবাজারে সম্পন্ন হলো সাজ্জাদ সুমন পরিচালিত ঈদের বিশেষ নাটক মানিক চিপার দৃশ্যায়নের কাজ।
মেজবাহ উদ্দিন সুমন রচিত নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
অফিস কলিগের প্ররোচনায় বউয়ের কাছে মিথ্যা বলে মানিক ছুটে যান কক্সবাজার। সেখানে মানিক দেখা পান তার সাবেক প্রেমিকার। ইতিমধ্যে মানিকের বউ হাজির হন কক্সবাজার। এভাবেই এগিয়েছে নাটকের গল্প।
এক পর্যায়ে বউয়ের হাত থেকে বাঁচাতে মানিক রাঙামাটির উদ্দেশ্যে রওয়ানা হলেও পাহাড় ধসের কারণেরাস্তা বন্ধ থাকায় তাকে আবার ফিরতে হয় কক্সবাজার। বউয়ের হাত থেকে বাঁচতে গিয়ে নানা পন্থা অবলম্বন করেও চিপায় পড়তে হয় মানিককে। কি সেই চিপা? দেখতে হলে ঈদুল আজহায় দর্শকদের চোখ রাখতে হবে বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের পর্দায়।
মানিক চিপা নাটকটিতে জাহিদ হাসান ছাড়াও রয়েছেন- সাজু খাদেম, মৌসুমি হামিদ ও এ্যানি খানসহ আরও অনেকে।