স্টাফ রিপোর্টার ::
ভবিষ্যতে আদর্শ ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। অদম্য ইচ্ছা শক্তি মেধাবী ছাত্রী রাজিয়া সুলতানাকে কোন কিছুই থামাতে পারেনি। অর্থনৈতিক অসচ্ছলতাকে উপেক্ষা করে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আশাশুনি উপজেলার বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে রাজিয়া সুলতানা জিপিএ-৫ (গ্লোল্ডেন এ প্লাস ) পেয়েছে। সে সাংবাদিক রিয়াজুল ইসলাম ও মাতা মনিরা খাতুনের প্রথম কন্যা। শিক্ষকদের আন্তরিকতা আর তার নিজের পরিশ্রমের ফল। সে ৫ম শ্রেণীতে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) এবং ৮ম শ্রেণীতেও কৃতৃত্বপূর্ণ ফলাফল অর্জন করেছিল। রাজিয়া সুলতানা ভবিষ্যতে একজন আদর্শ ডাক্তার হয়ে জনসেবা করতে চায়। তার পিতা-মাতা সকল মানুষের কাছে সন্তানের আরও সাফল্যের জন্য দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
##