আবু ছালেক ::
শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে অবস্থিত ও বর্তমানে ( ফেসবুক গ্রুপ ভিত্তিক) নদীর ঘাটে সূর্যোদয় সাহিত্য পরিষদ এর ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাহিত্যে বিশেষ অবদানের জন্য সেরা সহায়ক সম্মাননা পদকে ভূষিত হলেন আনিসুর রহমান।
জুন, জুলাই ও আগস্ট মাসে সাহিত্য গ্রুপে ৪৪,৮০৬ পয়েন্ট পেয়ে সব থেকে বেশি অবদান রাখার জন্য নদীর ঘাটে সূর্যোদয় সাহিত্য পরিষদ এর পক্ষ থেকে আনিসুর রহমান হাসান কে সেরা সহায়ক সম্মাননা পদক ( মেডেল) ও লিখিত সনদ প্রদান করা হলো। নদীর ঘাটে সূর্যোদয় সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক তামিম বিল্লাহ, প্রধান উপদেষ্টা মিষ্টি নাহার, সাধারণ সম্পাদক তহুরা তাসনিম তিশা ও নদীর ঘাটে সূর্যোদয় সাহিত্য পরিষদ কার্যকরি কমিটির উদ্যোগে ত্রিমাসিক সেরা সহায়ক সম্মাননা পদক ঘোষণা করা হয়।
যার প্রেক্ষিতে সাহিত্যে বিশেষ অবদানের জন্য সেরা সহায়ক সম্মাননা পদকে ভূষিত হলেন আনিসুর রহমান হাসান।সম্মাননা পদক ( মেডেল) ও লিখিত সনদ প্রদান শেষে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল বলেন, সাহিত্য সমাজ কে এগিয়ে নিয়ে যেতে আপনাদের এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই। এ ছাড়া সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বর ও সাংবাদিক আবু ছালেক বলেন, সাহিত্য সমাজ কে এগিয়ে নিতে যেতে তরুণ প্রজন্মের কোনো বিকল্প নেই। আর এখন তো আগের মত সাহিত্য প্রেমিক মানুষ খুব একটা দেখা যায় না। আশাবাদী এই নদীর ঘাটে সূর্যোদয় সাহিত্য পরিষদ এর উদ্যোগে সাহিত্যের একটা নতুন যুগের সূচনা হবে। সাথে সাথে নদীর ঘাটে সূর্যোদয় সাহিত্য পরিষদ আরো এগিয়ে যাক এটাই কামনা করেন ও সার্বিক সহযোগিতা করার জন্য উদাত্ব আহবান করেন।