নাজমুল আলম মুন্না ::
সাতক্ষীরায় শিশু সুরক্ষা নেটওয়ার্কের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা প্রকল্প অফিসের সভা কক্ষে সেভ দ্য চিলড্রেন এর সহযোগীতায় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের চিত্রের নিজস্ব প্রতিবেদক ও আমার প্রানের বাংলাদেশ এর বিশেষ প্রতিনিধি মোঃ নাজমুল আলম মুন্না। সভায় বাল্যবিবাহ প্রতিরোধসহ অসহায় দুস্থ্য শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় করনীয় এবং শিশু সুরক্ষা নেটওয়ার্কের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয় । এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচীর বিষয়ে আলোচনায় অংশগ্রহন করেন ওসিসি সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ, ঋশিল্পির ইএই ম্যানেজার যোষেফ খাঁ খাঁ, নবজীবনের এইচআর এন্ড এ্যাডমিন মোঃ রেজাউল করিম, স্বদেশের প্রোগ্রাম অফিসার মোঃ আজাহার হোসেন, আরার প্রোগ্রাম অফিসার সুলতান মাহমুদ, সিডাব্লিউসিএস লিয়াজো অফিসার রুহুল আমিন প্রমুখ।