খুলনা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বিভাগ এবং বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। এই বিভাগটি সমতল ভূমি, নদী, খাল ও জলাভূমি দ্বারা গঠিত। খুলনা বিভাগের অর্থনীতি প্রধানত কৃষি, মৎস্য ও শিল্পের উপর নির্ভরশীল। তবে, বাংলাদেশি অর্থনীতির অন্যান্য বিভাগের তুলনায় খুলনার অর্থনীতি পিছিয়ে রয়েছে। কিন্তু এর কারণ কি? একটু ভালো করে অনুধাবন করলে বোঝা যায় অবকাঠামোগত ঘাটতি,শিল্পায়নের অভাব,জনসংখ্যা ঘনত্ব,প্রাকৃতিক দুর্যোগ এই কারণগুলির কারণে খুলনার অর্থনীতি এখনও অন্য বিভাগগুলির তুলনায় পিছিয়ে রয়েছে। এছাড়া খুলনায় বিভিন্ন জুট মিল ও দাদা মেস ফ্যাক্টরীসহ আরো বিভিন্ন কারখানা বন্ধ হওয়ার কারণে শিল্প বাণিজ্য কমতে শুরু করেছে, এই কারখানাগুলো বন্ধ হয়ে আছে কারন ঋণগ্রস্ত হয়ে নয়তো নতুন করে চালু না করার মতো উদ্যোগ নেই এইজন্য।এই বিষয়ে কোনো উদ্যোক্তাও এগিয়ে আসছে না এবং সরকারো কোন গুরুত্ব দিচ্ছে না। এতে করে খুলনার অর্থনীতিতে যেমন পিছিয়ে পড়ছে তেমনি কর্মসংস্থানের ও ঘাটতি দেখা দিচ্ছে।এক সময়ে খুলনার শিল্প নগরী হিসেবে যে পরিচিত ছিল সেই পরিচিত হারাতে বসেছে।বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম বিভাগে শিল্প ও বাণিজ্য সবচেয়ে বেশি।চট্টগ্রাম বিভাগের পর ঢাকা বিভাগে শিল্প ও বাণিজ্য বেশি। বাংলাদেশের অন্যান্য বিভাগে শিল্প ও বাণিজ্য তুলনামূলকভাবে কম। তবে, সম্প্রতি পদ্মা সেতু চালু হওয়ার পর খুলনার অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা বেড়েছে। খুলনার অর্থনীতির উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলি নেওয়া যেতে পারে তা হলো:
অবকাঠামোগত উন্নয়ন: যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা ইত্যাদি ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন করা প্রয়োজন।
প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস: ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস করার জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
শিল্পায়ন প্রসার: খুলনা বিভাগে শিল্পায়ন প্রসার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
জনসংখ্যা ব্যবস্থাপনা: জনসংখ্যা ঘনত্ব নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
উপরে উল্লেখিত কারণগুলি দূর না হলে খুলনার অর্থনীতির পূর্ণ বিকাশ সম্ভব হবে না। খুলনার অর্থনীতি ও কর্মসংস্থানময় এক শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে নতুন নতুন কারখানা বা কোম্পানি সৃষ্টি অথবা পুরোনো কারখানা গুলো চালু করতে খুলনায় উদ্যোগক্তাদের ও শিল্পপতিদের আগামন ঘটালে বাংলাদেশের বড় এক অর্থনীতির শক্তি হিসেবে অর্থনীতিতে বড় অবদান রাখবে খুলনা বিভাগ।
শিক্ষার্থী, সৌরভ হালদার, ব্যবস্থাপনা বিভাগ সরকারি ব্রজলাল কলেজ, খুলনা