স্টাফ রিপোর্টার ::
আশাশুনিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর আহবায়ক কমিটির বিশেষ বধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আশাশুনি বাজারে আল-আমীন হোটেল চত্ত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি করেন আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডল। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আশাশুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও এমপির প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, জেলা ঐক্য পরিষদ সংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা।, সদস্য সচিব মৃন্ময় মল্লিককে সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক তুলসী চন্দ্র পাল, কাশিনাথ মন্ডল, এডভোকেট দেবাশীষ মুখার্জ, সুমন মুখার্জী পিউস হালদার, শিক্ষক শংকর কুমার দাশ, ভবেন্দ্র নাথ সরকার, রনদা প্রসাদ মন্ডল, বিবেকানন্দ মন্ডল লিটন, লালন সরকার, স্বপন সরকার সহ আশাশুনি সদর ইউনিয়নের সভাপতি সম্পাদক । সভায় আগামী ৬ অক্টোবর কেন্দ্র ঘোষিত ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারী দলের প্রতিশ্রুতি বাস্তবায়নে মহাসমাবেশ কর্মসূচী পালন সহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি আগামী অক্টোবর মাসের মত সকল ইউনিয়নের সম্মেলন শেষে ২৪ নভেম্বর এর মধ্য উপজেলা সম্মেলন প্রস্তুতির দিকনির্দেশনা প্রদান করেন, তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দীর্ঘ বক্তব্য সহ সংগঠন কে গতিশীলকরার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভা আশাশুনি উপজেলাসীকে দল মত নির্বিশেষে আগামী ৬ তারিখের কেন্দীয় মহাসমাবেশে উপস্থিত হওয়ার উদাত্ত আহবান জানান হয়।
##