বি. এম. জুলফিকার রায়হান ::
বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার; শেখ হাসিনার বারতা, নারী-পুুরুষ সমতা- প্রতিপাদ্য স্লোগানকে সামনে নিয়ে তালায় একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় কন্যা শিশু দিবস-২৩ পালিত হয়েছে। তালা উপজেলা মহিলা অধিদপ্তর’র আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা দলিত’র সহযোগীতায় দিবসটি পালনে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে, তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ি, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম ও দলিত’র প্রকল্প ব্যবস্থাপক ধরাদেবী দাস।
সভা শেষে, রচনা ও কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয় এবং তালার ২জন কৃত্বি কন্যা সন্তানকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ৭টি মহিলা সমিতির মাঝে ২ লক্ষ২৫ হাজার টাকা অনুদান বিতরন করা হয়। এদিকে অনুষ্ঠানে সহযোগীতা প্রদানকারী বেসরকারি সংস্থা দলিত’র লেটারেসি প্রকল্পের আওতায় একই অনুষ্ঠানে অংশগ্রহনকারী ১১৪জন ছাত্রীকে উপবৃত্তি প্রদান সহ স্বাস্থ্য সামগ্রি বিতরন করা হয়। সভায় দলিত’র প্রকল্প কর্মকর্তা নেপাল দাস সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি. শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
###