বি. এম জুলফিকার রায়হান ::
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তালা ডাকবাংলো চত্বরে বাংলাদেশ কংগ্রেস আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা কংগ্রেসের সদস্য সচীব মোঃ আদম আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেস এর মহাসচিব এ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ন্যাপের সভাপতি সাংবাদিক হায়দার আলী শান্ত, বাংলাদেশ কংগ্রেসের কলারোয়ার জয়নগর ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, সাংবাদিক শাহিন আলম প্রমুখ। সভায় প্রধান অতিথি দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সমাজ বিনির্মানের লক্ষ্যে এলাকাবাসীকে বাংলাদেশ কংগ্রেস দলে যোগদানের আহবান জানান।