সুমন মূখার্জী ::
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান-পিপিএম।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সভায় উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বিভিন্ন উপজেলা ও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পূজামÐপে সিসি ক্যামেরার ব্যবহার এবং জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি পূজা উদযাপন কমিটি সহ মন্দির কমিটির মনোনয়নকৃত পোষাক পরিহিত স্বেচ্ছাসেবকদের ২৪/৭ উপস্থিতি নিশ্চিত করার আহŸান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(কালীগঞ্জ সার্কেল) মো. আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. সাজ্জাদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
##