এস কে হাসান ::
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক (এমপি) উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেছেন। শনিবার দিনভর ইউনিয়নের উত্তর চাপড়া, দক্ষিণ চাপড়া, বুধহাটা করীম সুপার মার্কেট, শ্বেতপুর ফুটবল মাঠ, নৈকাটি কমিউনিটি ক্লিনিক চত্বর, পাইথালী তমাল তলা ও বেউলা গাজীর হাটে পৃথক পৃথক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক (এমপি)।
এসময় তিনি বলেন, দেশ আজ সব দিকে স্বয়ং সম্পন্ন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে দূর্বার গতিতে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রতিটি সেক্টরে সরকার উন্নয়ন করে যাচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা পহেলা জানুয়ারীতে সকল শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছেন, ঘরে ঘরে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পৌছে দিতে প্রতিটি ওয়ার্ডে নির্মান করেছেন কমিউনিটি ক্লিনিক, প্রতিটি উপজেলায় মুসুল্লীদের জন্য নির্মান করেছেন উপজেলা মডেল মসজিদ, গৃহহীনদের দিয়েছেন প্রধান মন্ত্রীর উপহার একটি করে জমিসহ বসতঘর, ঘরে ঘরে পৌছে দিয়েছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা। এছাড়া আওয়ামীলীগ সরকারের আমলে দেওয়া হচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, শিক্ষা অনুদান, প্রতিবন্ধী ভাতা, রেশনের স্বল্প মূল্যের এবং বিনা মূল্যের ৩০ কেজি করে চাউল, ব্রীজ, কালভার্ট, রাস্তা ঘাট, সাইক্লোন শেল্টার, স্কুল, কলেজসহ এমন কোন সেক্টর নেই যে, যেখান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোড়া পৌছায়নি। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ব্যহত করতে এক শ্রেণির রাজনৈতিক মহল ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে। দেশের মানুষ আজ সোচ্চার হয়েছে, বুঝতে শিখেছে। সাধারণ মানুষ আজ তাদের অধিকার আদায় করতে বুঝে গেছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক (এমপি)। আশাশুনি উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় ও পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক শুম্ভজীত মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, শ্রীউলা ইউপি চেয়ারম্যাান প্রভাষক দীপংকর বাছাড় দীপু, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, সদস্য মেহেরুন্নেছা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবেহ আলী, বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বুধহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মেল হক সহ ওয়ার্ড ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
##