আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশণ বাংলাদেশের আয়োজনে বাজেট পরিবীক্ষণ এবং ব্যয় পর্যবেক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) ২০২৩ ইং সকাল ১০ টায় টাউনশীপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানুষের জীবনের সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউনিয়ন পরিষদ। এছাড়া দেশী-বিদেশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠন। ইউনিয়ন পরিষদ কর্তৃক বাৎসরিক বাজেট প্রকাশিত হয় সেই বাজেট পরিবীক্ষণ এবং ব্যয় পর্যবেক্ষণ করা প্রতিটি নাগরিকের অধিকার। ইউনিয়ন পরিষদ দুই ধরনের বাজেট দিয়ে থাকে রাজস্ব খাত ও উন্নয়ন খাত। r2g hlp foundation.net এই ওয়েবসাইটে ইউনিয়ন পরিষদের বাজেটের সকল তথ্য সম্পর্কে সবাই জানতে পারবে।বাজেট পরিবীক্ষণ এবং পর্যবেক্ষণের উপর সাম্যক আলোচনা করেন রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য বিষয় নিয়ে বলেন প্রতিটি পরিবারের সদস্যদের বিশুদ্ধ পানিপান, বিশুদ্ধ পানির ব্যবহার, বায়ু দূষণ রোধ নিশ্চিত করতে হবে। হাত ধোয়া সম্পর্কে বলেন অন্তত পাঁচবার সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া খুবই জরুরী প্রথমত নিজে খাওয়ার আগে ও শিশুকে খাওয়ানোর আগে। রান্না করার আগে এবং নিজে মলমূত্র ত্যাগ করার পরে ও শিশুকে পায়খানা পরিষ্কার করানোর পরে। এই পরিছন্নতা বলা যায় বাধ্যতামূলক প্রতিটি সচেতন মানুষের জন্য। এ সময় আরও উপস্থিত ছিলেন রাইট টু গ্ৰো প্রজেক্ট ইউনিয়ন ফেসিলেটর সাইফুল ইসলাম, কমিউনিটি প্রমোটর সাবিনা বেগম, কমিউনিটি প্রোমোটার নাসরিন নাহার এবং নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিগণ।