স্টাফ রিপোর্টার ::
আশাশুনির বুধহাটায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর ত্রিবার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে মহেশ্বরকাটে বাজার চত্ত্বরে সভায় সভাপতিত্ব করেন গণেশ চন্দ্র সরকার । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডল। উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহাবুবুল হক ডাব্লু।
পরাশ্বর মুখার্জী রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মৃন্ময় মল্লিক, হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক ও ঐক্য পরিষদ নেতা কাশিনাথ মন্ডল, সুমন মুখার্জী, শিক্ষক শংকর কুমার দাশ, ভবেন্দ্র নাথ সরকার, অনুরুদ্ধ মন্ডল, দিলীপ সরদার, যুব ঐক্যের আহবায় কমলেশ সরকার, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক শংকর সরকার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বিভাষ দেবনাথ কে সভাপতি, নব কুমার মন্ডলকে সহ-সভাপতি, রিপন মুখার্জিকে সাধারণ সম্পাদক ও বিকাশ চন্দ্র বাছাড়কে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্টি কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি সভায় ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ সরকারী দলের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবী জানান। আগামী ৩ মাসের সকল ওয়ার্ড কমিটি সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দীর্ঘ বক্তব্য সহ সংগঠন কে গতিশীলকরার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।