বি. এম. জুলফিকার রায়হান ::
তালার আগোলঝাড়া গ্রামে মোস্তফা শেখ (৪১) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ফারুক বিশ^াস ধারালো দাঁ দিয়ে মোস্তফাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এঘটনায় গুরুতর আহত মোস্তফাকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি, আগোলঝাড়া গ্রামের মৃত. হাতেম শেখ’র ছেলে।
উপজেলার আগোলঝাড়া গ্রামের মো. ইকরামুল শেখ জানান, তার ভাই মোস্তফা শেখ’র সাথে পাশ^বর্তী আরশাদ বিশ^াসের ছেলে দূর্বৃত্ত ফারুক বিশ^াসের সাথে বিরোধ চলছিল। এঘটনার জের ধরে গত রোববার (১৫ অক্টোবর) বিকালে বিলে যাবার সময় ফারুক বিশ^াস ধারালো দাঁ নিয়ে পরিকল্পিত ও আকষ্মিকভাবে নিরিহ কৃষক মোস্তফা শেখ’র উপর হামলা করে। হামলায় মোস্তফার মাথা ও হাত কেটে গুরুতর আহত হন। পরে এলাকার লোকজন মোস্তফাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ওইদিন তালা হাসপাতালে ভর্তি করেন। এব্যপারে হামলাকারী ফারুক বিশ^াসের বিরুদ্ধে তালা থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। এদিকে, মামলা দায়ের করার ঘটনায় দূর্বৃত্ত ফারুক বিশ^াস সহ তার লোকজন ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী মোস্তফা শেখ’র শিশু পুত্র আসিফ মুন্নাকে ধর্ষন মামলায় ফাঁসানো সহ পরিবারের অন্য সদস্যদের প্রতিনিয়ত নানাবিধ হুমকি প্রদান করছে বলে অভিযোগ উঠেছে।
এব্যপারে মামলার তদন্তকারী অফিসার এসআই দেলোয়ার হোসেন জানান, মামলার এজাহার নামীয় আসামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
###