ইয়ারুল ইসলাম ::
সাতক্ষীরা সদর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু’র আয়োজনে সাতক্ষীরায় শান্তি সমাবেশ ও বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি কলেজ চত্বর থেকে শোভাযাত্রা টি শুরু হয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। আর আগে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। তিনি বলেন, উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।
##