তাসলিম হুসাইন রিফাত ::
বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে মঙ্গলবার বিকালে আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ ও বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ সাতক্ষীরার নেতৃত্বে সাতক্ষীরা জর্জ কোর্টের পিছনে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করেন। সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে তিনি তাদের সাথে সাক্ষাৎ করেন এবং বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরেন।
এসময় তিনি বলেন পদ্মা সেতু, মেট্রোরেল প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মত বড় বড় মেগা প্রকল্প বর্তমান সরকারের দ্বারাই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতা অব্যহত রাখতে সাতক্ষীরা সদর-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু নৌকার প্রচার-প্রচারণা করেন।
লিফলেট বিতরণকালে আলহাজ্ব আসাদুজ্জামান বাবু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিভিন্ন সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। এসময় তারা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে পূনরায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
##