তাসলিম হুসাইন রিফাত ::
আগামী ১৩ তারিখ সোমবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার খুলনার জনসভাকে সফল ও জনসমুদ্রে পরিণত করতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বার বার নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু প্রতিদিন সকাল সন্ধা বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডে পথসভা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার সন্ধার পর সাতক্ষীরা পৌরসভার ০৬ নাম্বার ওয়ার্ডের ইসলামপুর আওয়ামীলীগ অফিসের সামনে গ্রামবাসীদের নিয়ে এক পথসভার আয়োজন করেন। উক্ত সভায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বার বার নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু বলেন আগামী ১৩ তারিখ সোমবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার খুলনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে আমাদের সবাইকে সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার খুলনায় আগমনকে উৎসবে রূপান্তরিত করতে দলীয়ভাবে যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে দৃশ্যমান। আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরে তিনি বলেন পদ্মা সেতু, মেট্রোরেল প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মত বড় বড় মেগা প্রকল্প বর্তমান সরকারের দ্বারাই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতা অব্যহত রাখতে সাতক্ষীরা সদর ০২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু সকলকে পূনরায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।