ডেস্ক রিপোর্ট ::
গতকাল, ১২ নভেম্বর ২০২৩, সাতক্ষীরার কৃতিসন্তান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, সদ্য অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ আবু বকর সিদ্দীককে র্যাংক ব্যাজ পরিয়েছেন আরপিএমপি কমিশনার মোঃ মনিরুজ্জামান।
উক্ত র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক-এর সহধর্মিনী মোছাঃ সুরাইয়া সুলতান, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। র্যাংক ব্যাজ পরিধান শেষে আবু বকর সিদ্দীক বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মো: আবু বকর সিদ্দীক বাংলাদেশ পুলিশের ২১তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের এক সংগ্রামী মুসলিম পরিবারের সন্তান। তাঁর পিতা আলহাজ্ব মো: মনুয়ার আলী সানা ও মাতা মিসেস জরিনা খাতুন। আবু বকর সিদ্দীক এর আগে পেশাগত জীবনে জাতিসংঘ মিশন, চট্টগ্রাম, পটুয়াখালী ও কুষ্টিয়ায় বাংলাদেশ পুলিশ, পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একজন লালন গবেষক।
‘লালন মেলায় পাগলেরা’ ও অন্ধগলির ব্যবচ্ছেদ’ তাঁর প্রকাশিত দুটি গ্রন্থ। তাঁর দাম্পত্য জীবনের সঙ্গী সুরাইয়া সুলতানা ইভা। প্রজ্ঞা ও প্রমা তাঁদের দুটি কন্যাসন্তান।