নাজমুল আলম মুন্না ::
সাতক্ষীরায় চিংড়িতে জেলী পুশকারীদের জেল ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির এঁর নির্দেশে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এর নির্দেশনায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে চিংড়িতে জেলী পুশকারী
দেবহাটা উপজেলার হিজলডাঙ্গা গ্রামের মৃত তারাপদ সরকারের ছেলে রবীন্দ্রনাথ সরকারকে
আনুমানিক ৩০০ কেজি পুশকৃত জেলী ও ১৫০ কেজি ভাল চিংড়িসহ হাতে নাতে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সহযোগী আসামী ঢালেরখের গ্রামের মোঃ রফিকুল ইসলামকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং অন্য ১০ জন নারী শ্রমিকদের মুচলেকা দিয়ে স্থানীয় মেম্বারের জিম্মায় দেওয়া হয়। পরবর্তীতে জেলী পুশকৃত চিংড়ি ট্রাক চাপায় বিনষ্ট করে মাটি চাপা দেয়া হয় এবং ভাল চিংড়িগুলো জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালকের মাধ্যমে বাঁকালের বড় এতিমখানায় পাঠানো হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।