পলাশ কর্মকার ::
পাইকগাছার কপিলমুনি ফাঁড়ি পুলিশ গাঁজাসহ দিলীপ বৈরাগী নামের এক নেশাখোরকে আটক করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাবা গ্রামের বীরেন্দ্রনাথ বৈরাগীর ছেলে দিলীপ বৈরাগী (৫০) কে কাশিমনগর মৎস্য আড়তের পেছন থেকে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার পরিহিত লুঙ্গির ভাজে রাখা গাঁজা সহ তাকে আটক করে।
এব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আটক দিলীপ বৈরাগী মাদকদ্রব্য সেবন ও বিকিকিনির সাথে জড়িত ছিল। তার নামে পাইকগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
##