এস কে হাসান ::
আশাশুনি উপজেলার আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রবিবার প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এস আজিজুল হক প্রতীক বরাদ্দ করেন।
আভাভাবক সদস্য সাধারণ ৪টি পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ১টি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে মোঃ কামরুজ্জামান পেয়েছেন ছাতা প্রতীক, মোঃ জাহাঙ্গীর আলম মোরগ প্রতীক, নওয়াব আলী গাজী ফুটবল, মোঃ ফারুকুজ্জামান মাছ, রতন বিশ্বাস আনারস, মোঃ রুহুল কুদ্দুছ হরিণ, মোঃ শিমুল বিশ্বাস চেয়ার, মোঃ সেলিম হোসেন গাজী মই, জাহিদা সুলতানা কলস ও সাহিদা খাতুন পেয়েছেন গোলাপ ফুল প্রতীক।