এস কে হাসান ::
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেট নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কাজের শুভ উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের টয়লেট নির্মান কাজের জন্য ১৯ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। বুধবার টয়লেট এর ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ। এসময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক রঘু নাথ দাশ, আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আলাউদ্দীন, অবঃ ব্যাংকার ইয়াহিয়া মোল্যা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ওবায়দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।