নাজমুল আলম মুন্না ::
কলারোয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে কলারোয়া থানার ওসি মোহাঃ মোস্তাফিজুর রহমান বলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স শুক্রবার (২৪ নভেম্বর) থানা এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রামভদ্রপুর গ্রামের আইয়ুব আনসারীর ছেলে রাজু মিয়াকে গয়ড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামীকে থানা হাজতে রাখা হয়েছে। শনিবার আদালতে পাঠানো হবে।