এস কে হাসান ::
আশাশুনিতে দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের যাতয়াত ভাতার টাকা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এটাকা বিতরন করে যুব উন্নয়ন অধিদপ্তর আশাশুনি।
দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৫ দিনের এই প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহনকারী ৪০ জন প্রসিক্ষণার্থীকে ৫ দিনের যাতয়াত ভাতা বাবদ ৭৫০ টাকা করে মোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়। টাকা বিতরণ করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব আজিজুল হক। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পিআইও সোহাগ খান, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এসকে হাসান, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। ট্রেইনার ছিলেন উপজেলা ভ্যটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার টি এম সেলিম মাহমুদ, কমিউনিটি সুপার ভাইজার সাইফুল্লাহ ইসলাম ও তহমিনা পারভিন, সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কবিরুল আহসান।