ডেস্ক রিপোর্ট ::
সাতক্ষীরা-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন।
প্রার্থীরা হলেন আসাদুজ্জামান বাবু আওয়ামী লীগ, মীর মোস্তাক আহমেদ রবি স্বতন্ত্র, মো. আনোয়ার হোসেন এনপিপি, মো. আফসার আলী স্বতন্ত্র, শেখ ইফতেখার আল মামুন সুমন জাকের পাটি, মো. তৌহিদুর রহমান ওয়ার্কার্স পাটি, মো. আশরাফুজ্জামান জাতীয় পাটি, মো. কামরুজ্জামান বুলু বিএনএফ, মোস্তফা ফারহান মেহেদী তৃণমূল বিএনপি, মো. আব্দুল আজিজ মুক্তিজোট ও এনসান বাহার বুলবুল স্বতন্ত্র।