এস কে হাসান ::
আগামী ২৫ ডিসেম্বর যীশুখ্রীষ্টের জন্ম উৎসব তথা বড়দিন উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হিসাবে প্রাক-বড়দিন উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়ায় ফাতিমা রানীর তীর্থ স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের আয়োজনে প্রাক-বড়দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি পিউস হালদার। সাধারণ সম্পাদক মাষ্টার লালন সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি মি. স্বপন বৈরাগী, সাধারণ সম্পাদক পৌল সাহা, সাংগঠনিক সম্পাদক রেভাঃ থিয়ফিল গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক যোসেফ খা খা, উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর সরকার দীপু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃন্ময় মল্লিক, মথি সিং, আগস্টিন গাইন সহ উপজেলার ৩৫টি চার্চের সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভায় বক্তাগণ আগামী ২৫ ডিসেম্বর সারা দেশের ন্যায় আশাশুনি উপজেলাতেও ৩৫টি চার্চে যথাযথভাবে উৎসব মূখর পরিবেশে যীশুখ্রীষ্টের জন্মদিন উৎসব বড়দিন উদযাপন করার জন্য বিশেষ দিক নির্দেশনা মূলক আলোচনা রাখেন এবং চার্চের অনুষ্ঠানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকল প্রকার কার্যক্রম নিশ্চিত করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শুরুত্বে বাইবেল পাঠ করেন অমিত মন্ডল। সবশেষে প্রাক-বড়দিন এর কেক কাটা হয়।
##