এস কে হাসান ::
আশাশুনিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’২০২৩ উপলক্ষ্যে ভ্যান শোভাযাত্রা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়।র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এমএম আজিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শ্যামলী দাস প্রমুখ।
##