এস কে হাসান ::
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক ইয়াবা ব্যবসায়ীসহ ২ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরন ককরা হহয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এএসআই মারুফ কবির, এএসআই কবির হোসেন অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বড়দল উত্তরপাড়া গ্রামের ফারুক হোসেন সরদারের পুত্র নাহিদ হাসানকে বড়দল বাজার হতে হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে থানায় নিয়মিত মামলা ৩(১২)/২৩ রুজু করা হয়েছে। পৃথক অভিযানে জিআর পরোয়ানা-১১৪/২৩ এর আসামী নওয়াপাড়া গ্রামের ফজর আলীর পুত্র ছালাম গাজীকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়।